ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সপ্তাহের ব্যবধানে ব্রাজিলে ফের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৩০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

এক সপ্তাহের ব্যবধানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৭১ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা এর আগে ছিল ৬৬ হাজার। অপরদিকে, নতুন করে প্রাণ গেছে দেড় হাজারের বেশি জনের। দেশটিতে একদিনে ১৫শ’ জনের মৃত্যু এটাই প্রথম। এর আগে ছিল সর্বোচ্চ ১৩শ’।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৮৬৯ জনের শরীরে মিলেছে ভাইরাসটির সংক্রমণ। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৫৫ হাজার ৫১৮ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ১ হাজার ৫৫৪ জনের। এতে করে প্রাণহানি বেড়ে ৯০ হাজার ১৮৮ জনে ঠেকেছে। তবে, সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী। 

আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। শুধু ব্রাজিলই নয়, করেনার ভয়াবহ ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বে তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। 

এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, সংকটাবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে। 

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্রে পরিনত হয়েছে দেশটি। একইসঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় পেরু, চিলি ও কলম্বিয়ার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়ে গেছে। 

সংক্রমণের হারে ছয়ে থাকা পেরুতে আক্রান্ত ৪ লাখ ছাড়িয়ে গেছে। যেখানে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৭৬ জন মানুষের। 

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতেও সংক্রমণ ৩ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এর মধ্যে ৯ হাজার ২৭৮ জনের প্রাণ কেড়েছে করোনা। 

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৫৪ জনের। 

আর্জেন্টিায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৮ জনের। 
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি